কবিতা–দেশ নেএী শেখ হাসিনা

কবি কে,এম,তোফাজ্জেল হোসেন (জুয়েল খান )
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তুমি কোটি কোটি মানুষের
কান্ডারি তুমি ঐ বাংলার
জনতার নেত্রী তুমি মা এই
ডিজিটাল বাংলার উন্নয়নের
চাবি,শস্য,শ‍্যমলা,শুফলা
ভড়া বাংলা তোমারি জয়
গান গাঁয় তুমি আপামর ,
জনতার নয়নের মনি
ডিজিটাল বাংলার রানী
তুমি দেশ নেএী শেখ হাসিনা
তুমি উরর্বর জমিনের ন্যায়
গড়িয়াছ সোনার বাংলা
গাঁয়ছে পাখি নানান সুরে ,
সোনালী রোদ গাঁয়ে মেখে
ঝড়ছে ঝড়না আপন বেগে
তুমি নেত্রি মোদের দুর্বার
দূরর্জয় চলেছ তুমি আপন
বেগে জানা অজানার বোঝা
আজ তোমার কাঁধে বঙ্গবন্ধুর !
স্বপ্ন পূরনের নেশায় চলেছ
মেঠো পথ ধরে এই বাংলায়
বুকে বাংলাদেশকে সুন্দর
সুফলা করিয়াছ এই জম্ম
ভূমি তোমারি আমরা তোমারি
জয় গান গাঁয় এই নৌকা প্রতিক ,
তুলেছে পাল জানে না সে
আজ পেছনে থামার ছুটেছে
সামনের পথে তোমাকে সাথে
নিয়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে
ও প্রন্তে দেশ নেত্রী শেখ হাসিনা
তুমি কোটি কোটি মানুষের
কান্ডারি ঐ জনতার এই বাংলার।
মানুষ তোমারি জয় গান গায়
তুমি সাহসি নাবিকের ন্যায়
অসম্ভবকে জয় করিয়াছ এই
আকাশ চন্দ্র তারা তোমারি
জয়গান গায় তুমি কত দুখ
কষ্ট সহে এই বাংলার বুকে
হয়েছ বড় এই বাংলার বুকে
হারিয়েছ স্বজন ভাই ব্রদার
আর কত সুজন বাংলাদেশের
জনতা সমস্ত নেতা,নেএী বিন্দু
শুধু তোমার চোখে দেখে আজ ,
ভালোবাসা আর ভালোবাসা
তুমি এক মহান নেতা দেখো
উনয়ন নেশা আর উনয়ন
তুমি জন নেএী শেখ হাসিনা
তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তুমি ডিজিটাল প্রধানমন্ত্রী
শেখ হাসিনা আমরা তোমার
এই দেশ তোমার এই বঙ্গভূমি
তোমার তুমি থাকবে এই বাংলার
বুকে সারাজীবন এই জনতার
মাঝে আকাশে বাতাসে সাত
রংঙ্গেরি ভেলায় মাধুরি মিশিয়ে !
মহাআকাশেও আছ মিসে আছ
তুমি  বঙ্গবন্ধু সেটেলাইটের মাঝে
দেশ নেত্রি সেখ হাসিনা  তুমি কোটি
কোটি মানুষের কান্ডারি ঐ জনতার,
আজ আকাশে বাতাসে হুংকার
দিয়ে বাজে জয় বাংলার গান
তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মেট্র টেনে বসে বাংলার জনতা
দেখবে আজ  উনয়নের ধারা
সুধু তোমার উন্নয়েনের ধারা  ।।
Exit mobile version