(01) যে সুখ পাখিটি আমার মনের খাঁচায় বাসা বেঁধেছিলো তাকে মুক্ত দিলাম সব মায়ার বাঁধন থেকে মুক্ত আকাশে, জোর করে বেঁধে রেখে লাভ কী?সে ঠিক মতো আর খায় না আগের মতো আর মন খুলে আমার সাথো কথা বলে না শুধু যেতে চায় অন্য দেশে। যে যেতে চায় তাকে আটকে…
(০১) লাল সবুজের বেলুন - বিচিত্র কুমার সকালের আলো ফুটতেই গ্রামজুড়ে শুরু হলো সাজসাজ রব। আজ ১৬ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খোকা আর মিতা, দুই ভাইবোন, ভোর থেকেই উত্তেজিত। মিতা খোপায় বেঁধেছে লাল-সবুজের ফিতে, আর খোকা হাতে ধরেছে লাল-সবুজ রঙের কয়েকটি…