কাগইল কে কে হাইস্কুলে ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার গাবতলী ঐতিহ্যবাহী কাগইল করুণাকান্ত উচ্চ বিদ্যালয়ে ৮টি ব্যাচ ভিক্তিক ক্রিকেট টুনামেন্ট খেলা গতকাল উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া পৌর আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুল রশিদ মোল্লা’র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নœা’র পৃষ্টপোষকতায় এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আনারুল ইসলাম, আমিনুল ইসলাম সাইফুল, সাজেদুর রহমান শামীম, মাহফুজুল হক সুহট। সার্বিক দিক-নিদেশনায় এবং আয়োজনে ছিলেন প্রাক্তন শিক্ষার্থী আসাদ্জ্জুামান নূর রাকু, আবু হাসানাত মিলন, তানভীর তারেক নিশান, রবিউল ইসলাম, সামছে তাবরীজ অতনু, বিপ্লব মিয়া, রাকিবুল হাসান রাকিব, সিহাব উদ্দিন, সাদ্দাম হোসেন, আশিক আহম্মেদ, গুপ্ত দাস প্রমূখ। উল্লেখ্য, এই ক্রিকেট খেলা দেখতে এসে ঈদ শুভেচ্ছা বিনিময়ের ফলে কাগইল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে মিলন মেলায় পরিনিত হয়।

Exit mobile version