কুমিল্লায় ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি

কুমিল্লা: কুমিল্লা ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাকের ভ্রাম্যমাণ দোকান। ক্রেতাদের আকৃষ্ট করতে ছোট বড় সব বয়সীদের স্যুয়েটার, জ্যাকেট, কোর্ট, গেঞ্জি, বেবিস্যুট, মাংকিটুপি, মোজা সহ নানা রংয়ের শীতের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শীতের তীব্রতা থাকায় এসব দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। শীতে নিজেদের একটু উষ্ণ রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন জেলার নিম্নবিত্তের মানুষগুলো। তবে ফুটপাতে ভালো পোশাক কম দামে পাওয়াতে মধ্যবিত্তের ক্রেতারাও পছন্দের পোশাকটি কিনছেন।

কুমিল্লা শহরের কান্দির পাড় এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ভ্যানে করে গেঞ্জি, স্যুয়েটার, বেবিস্যুট, জ্যাকেট, কোর্ট, মোজা সহ নানা রংয়ের ও ডিজাইনের শীতের পোশাক সাজিয়ে রেখেছে বিক্রেতারা। দাম কম হওয়ায় ব্যস্ত দোকানদাররা।

 

সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, দেশি-বিদেশি নানা ডিজাইনের শীতের কাপড় ও কম্বলে সাজানো সারি সারি দোকান। ফুটপাতে বাচ্চাদের ফুলহাতা গেঞ্জি ও পাজামা বিক্রি করছিলেন রহমতুল্লাহ। তিনি বলেন, বড়দের সঙ্গে ছোটদের শীতের কাপড়ের ব্যবসা জমে উঠেছে। সপ্তাহের ব্যবধানে ক্রেতাদের ভিড় ও বেচাবিক্রি বেড়েছে। আমাদের তো ঈদ উপলক্ষে তেমন বেচাকেনা হয় না। কিন্তু শীতের মৌসুম হলো আমাদের জন্য চাঁদ রাত।

ব্যবসায়ীরা জানান, এবার বাচ্চা ও মহিলাদের পোশাকের চাহিদা বেশি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে। তবে বিকালের পর থেকে রাত পর্যন্ত বেচাকেনা তুলনামূলক ভালো। আর এসব দোকানে ৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বাহারি শীতের পোশাক।

ভ্রাম্যমাণ দোকানের বিক্রেতারা বলেন, অন্যবারের চেয়ে এবার শীতের শুরু থেকে বেচাকেনা একটু কম ছিলো। কিন্তু এখন শীত থাকায় বেচাকেনা কিছুটা হচ্ছে। তবে শীত বাড়লে বিক্রি আরও বেশি হবে। আশা করি তখন সব ক্ষতি মিটিয়ে নিবো।

 

রাবেয়া বেগম নামে এক ক্রেতা বলেন, এইখানে শীতের পোশাকের দাম তুলনামূলক কম। আর ফুটপাতে কিছুটা কমমূল্যে পোশাক পাওয়া যায় তাই এখান থেকে পোশাক নেয়া হয়।

জান্নাতুল ফেরদৌস নামে এক ক্রেতা বলেন, মধ্যবিত্ত-নিম্নবিত্তদের ক্রয় করতে মোটামুটি সবরকম পোশাকেই ফুটপাতে পাওয়া যায়। মার্কেটগুলোতে কেনাকাটার চেয়ে ফুটপাতে কেনাকাটা বেশি।

Exit mobile version