পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে এক্সে (পুরোনো নাম ‘টুইটার’) একটি পোস্ট করেছেন। গত শুক্রবার করা সেই পোস্টে তিনি দাবি করেন, পাকিস্তানে আবার ১৯৭১ সালের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে।

তিনি বলেন, তখন (১৯৭১ সালে) ইয়াহিয়া খান দেশকে ধ্বংস করেছিলেন। আজ স্বৈরশাসক আবার নিজের স্বৈরশাসন টেকাতে ও ব্যক্তিগত অর্জনের জন্য একই কাজ করছে। দেশকে ধ্বংসের প্রান্তে ঠেলে দিয়েছে।

পোস্টে তাকে আল-কাদির দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, এ মামলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তার পুত্রের সাজা হওয়া উচিত ছিল, আমার নয়।

 

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ক্ষয়ক্ষতিবিষয়ক পাকিস্তানের করা হামুদুর রহমান কমিশনের প্রতিবেদন পড়ে দেখতে আহ্বানও জানিয়েছেন ইমরান খান।

তিনি বলেন, আল-কাদির ট্রাস্ট মামলার রায়ের পর বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা আরও খর্ব হয়েছে। যেসব বিচারক স্বৈরাচারকে সমর্থন করেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করেন তাদের পুরস্কৃত করা হয়। ইসলামাবাদ হাইকোর্টের জন্য মনোনীত বিচারকদের একটাই যোগ্যতা- আমার বিরুদ্ধে রায় দেওয়া।

ইমরান বলেন, শওকত খানুম হাসপাতাল এবং নমাল বিশ্ববিদ্যালয়ের মতো আল-কাদির বিশ্ববিদ্যালয়ও জনসাধারণের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান। যেখানে শিক্ষার্থীদের নবী মুহাম্মদ (সা.) এর জীবনী শেখানো হয়। আমি বা বুশরা বিবি আল-কাদির বিশ্ববিদ্যালয় থেকে এক পয়সাও লাভ করিনি, সরকারেরও কোনো ক্ষতি হয়নি।

এদিকে ইমরানের টুইট ঘিরে পিটিআই নেতাদের সঙ্গে সরকারের চলমান আনুষ্ঠানিক সমঝোতা আলোচনা ও আড়ালে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার বিষয়টি ঝুঁকির মধ্যে পড়েছে। এর আগে পাকিস্তান সেনাপ্রধানের পক্ষ থেকে পিটিআই নেতাদের বলা হয়েছিল, ইমরান খান সেনাবাহিনীর উদ্দেশে কোনো মন্তব্য করতে পারবেন না।

প্রসঙ্গত, ইমরান খান এখন কারাগারে। তার পক্ষে এক্সে ওই পোস্ট করা হয়েছে।

Exit mobile version