কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?

বহুকিছু করা উচিত না!!! তারমধ্য দশটাই বলছি যেহেতু আপনি দশটার উপরে মানবেন না😁😁

০১) কখনো দুইটা বিয়ে করবেন না এবং পরকিয়ায় জড়াবেন না। সংসারের সুখ শেষ হওয়ার জন্যে যথেষ্ট এই কারণ।

০২) আবেগে পড়ে প্রেম করবেন না। এতে বাস্তবতায় ফিরে সারাজীবন আফসোস করা লাগবে।

০৩) বাবা-মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন আপনাকে তারা তাদের সর্বোচ্চটা দিয়দ লালনপালন করেছেন রাস্তায় ফেলে দেন নি।

০৪) যেকোনো বিষয়ে তাড়াহুড়ে করে করতে যাবেন না। আগে সেই বিষয়ে ভালোভাবে মনোযোগ সহকারে শুনে, বুঝে তারপর সিদ্ধান্ত নিবেন।

০৫) অহংকার করবেন না। এটি ধ্বংসের কারণ হতে পারে।

০৬) অতিরিক্ত কথা বলতে যাবেন না।এতে আপনার গুরুত্ব কমে যাবে।

০৭) মিথ্যা কথা বলবেন না। একসময় নাহয় একসময় এই মিথ্যার কারণেই আপনি শুধু মিথ্যাবাদী না অবিশ্বাসী হয়ে যাবেন।

০৮)মানুষের সব কথায় কান দিতে যাবেন না। এতে মানুষের আরও খারাপ মনোভাব বাড়বে আপনার প্রতি।

০৯) ব্যক্তিগত কথা কাউকে বলতে যাবেন না। এমনকি বউ,প্রেমিকা বা বন্ধুকেও। অর্থাৎ কাউকে বিশ্বাস করবেন না।

১০) সবকিছুতে অতিরিক্ত কৃপণ হয়ে যাবেন না। যার যা প্রাপ্য তা দিয়ে দিবেন।

যেমন এই দশটা পয়েন্ট পড়লেন অথচ আপভোট দিলেন না।এটাও একটা কিপ্টামি ভাই।

Exit mobile version