আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গতকাল মঙ্গলবার (৭ডিসেম্বর২১) বগুড়ার গাবতলীতে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিলকারীরা হলেন, গাবতলীর নশিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট ছানাউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান, কুদ্দুস, মমিন, জাহাঙ্গীর, তোতা, নজরুল, রাজ্জাক। গাবতলী সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা খন্দকার, নশিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান টুটুল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জাহিদুল, হায়দার, সিরাজুল, রুমন তালুকদার, সোহাগ, বাদশা, জাহিদুল। কাগইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রশিদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন বারী, মান্নান, মিকরাইল, রঞ্জু, শামীম, আল আমিন, শাহীন, ফারুক, আরিফ, জাহাঙ্গীর। এছাড়াও ইউপি সদস্য পদে প্রার্থী দাখিলকারীরা হলেন, কাগইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে প্রার্থী আব্দুল হান্নান সরদারের পক্ষে মনোনয়ন ফরম দাখিল করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না ও কাগইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সিহাব উদ্দিন’সহ নেতৃবৃন্দ। দক্ষিনপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মতিয়ার রহমান মতি, কাগইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে প্রার্থী রুবেল মিয়া মিকরাইল। রামেশ^রপুরে ৩,৪,৫নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মোছাঃ শামীমা আক্তার। রামেশ^রপুরে ১,২,৯নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মোছাঃ নিহার বেগম (জোৎ¯œা)। এ সময় উপস্থিত ছিলেন নুরুন্নবী প্রাং ও ময়নুল ইসলাম সেন্টু। নশিপুরে ২নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী জনাব আলী মন্ডল।
গাবতলীতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়ন ফরম জমা
-
by admin
Related Content
চরমোনাই পির এবার ইসলামি দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে
by admin ২১/০১/২০২৫
৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
by admin ২০/০১/২০২৫
পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান
by admin ২০/০১/২০২৫
ঘোড়াঘাটে পতিত জমিতে কমলার বাগান, প্রথমবারেই সফল বদরুল
by admin ২০/০১/২০২৫
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
by admin ২০/০১/২০২৫