জাপানের ফুকুওকা শহরে রয়েছে এমন এক হোটেল যেখানে একরাত থাকতে আপনার খরচ পড়বে ১০০ জাপানিজ ইয়েন বা মাত্র ৮০ টাকা। বিশ্বের সবচেয়ে সস্তা এই হোটেলের নাম আসাহি রিওকান।
এই হোটেলের রুমগুলোতে লাগানো রয়েছে ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে হোটেলে আগত কাস্টমারদের পুরোটা সময় ইউটিউবে লাইভস্ট্রিম করা হয়। হোটেলটির ইউটিউব চ্যানেলের নাম ওয়ান ডলার হোটেল। এমনিতে হোটেলটির ভাড়া মাত্র ৮০ টাকা হলেও ইউটিউব লাইভস্ট্রিম থেকে আসা ইনকাম দিয়ে নিজেদের আয় পুষিয়ে নেয় হোটেল কর্তৃপক্ষ।
হোটেলের রুমগুলোর মধ্যে ক্যামেরা লাগানো থাকলেও বাথরুমের মধ্যে কোনো ক্যামেরা নেই। তাছাড়া লাইভস্ট্রিম হবে সাউন্ডলেস অর্থাৎ আপনার কথাবার্তা কেউ শুনতে পাবেনা।
সেইসাথে আপনি চাইলে রুমের সবলাইট অফ করে দিতে পারবেন, কিন্তু কোনোভাবেই লাইভ অফ করা যাবেনা। কারণ লাইভস্ট্রিম এর উপরেই টিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল আসাহি রিওকান।