সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি:জেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হয়েছে লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলার ৭টি উপজেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।এতে বিজ্ঞান প্রজেক্ট ডিসপ্লেতে (জুনিয়র গ্রুপ) ও বিজ্ঞান অলিম্পিয়াডে (সিনিয়র গ্রুপ) প্রথম হয় লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করে কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার সৈয়দ আল আমিন জানান,বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের প্রাক্তন অধ্যাপক, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের আছে অসীম সম্ভাবনাময় একটি মস্তিষ্ক। সুঠাম দেহের জন্য যেমন প্রয়োজন ব্যায়াম, তেমনি বুদ্ধি বিকাশের জন্যে প্রয়োজন এই মস্তিষ্কের নিউরনের ব্যায়াম।আর তা বিজ্ঞানের একটি সমস্যা, গাণিতিক একটি সমস্যা সমাধান করা মূল কথা নয়। মূল কথা হলো একটি সমস্যা নিয়ে কতক্ষণ চিন্তা করতে পারল শিক্ষার্থীরা। তা হলেই সাধন হবে মস্তিস্কের ব্যায়ামের কাজ।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। লেখাপড়া শুধু মুখস্থ করে পাশ করলে হবে না। চিন্তা করতে হবে। গভীরভাবে অনুধাবন করতে হবে। তাহলেই আমরা আমাদেরও লেখাপড়ার বিষয়গুলো বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারব।পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।উল্লেখ্য ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিজ্ঞান প্রতিযোগীতায়ও লামা উপজেলায় প্রথম হয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ।
৩৬ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক
নাটোর: নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার...