ডোমারে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে একদিনের প্রাণী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে একদিনের প্রাণী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ডোমার উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণী প্রদর্শনী মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। মেলার উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ। মেলায় খামারিদের পালিত গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, পাখি, দুধ, ডিম ও প্রাণীদের ঔষধের ৪২টি স্টল স্থান পায়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এছাড়াও প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে ডিম খাওয়া, ফ্রী ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ক্রিমি নাশক ঔষধ বিতরণ এবং ভ্যাকসিন প্রদান কর্মসূচি রয়েছে।
#
গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
Exit mobile version