ডোমারে সড়ক দুর্ঘটনায় দুদিনে দুজনের মৃত্যু

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় দুদিনে দুজনের মৃত্যু হয়েছে।
ডোমারে প্রাইভেট পড়তে যাওয়া শিশু সন্তানকে নিয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেলিম (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার শিশু সন্তান শাহরিয়ার (০৯)।
সোমবার বিকাল ৫টার দিকে শহরের কৃষি ব্যাংকের সামনে ডোমার-দেবীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম বোড়াগাড়ী ইউনিয়নের কাকতলী এলাকার মৃত সলেমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে প্রাইভেট পড়তে যাওয়া ছেলে শাহরিয়ারকে নিয়ে বাড়ী ফিরছিলেন সেলিম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে বাবা ও ছেলে ছিটকে পড়ে যান। এ সময় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সেলিম। আহত শিশু শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এলাকাবাসী। স্থানীয়রা এ সময় ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যান চালক। অপরদিকে রোববার বিকেলে ডোমার উপজেলার বোড়াগাডী ইউনিয়নের কালার মোড় নামক স্থানে একসাথে ৪টি মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়। দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সেখানে আরো দুটি দ্রুত গামী মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় ৪টি মোটর সাইকেলের ৭জন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। আহতদের অবস্থার অবনতি দেখা দিলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে রাত ৯টার দিকে লাইভ সাপোর্টে থাকা বুলবুল ইসলাম নামের এক যুবকের  মৃত্যু হয়। বুলবুল ইসলাম পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সাইদার রহমানের ছেলে। ছেলের মৃত্যুর খবর পেয়ে সাইদার রহমানও অসুস্থ হয়ে পড়েন।
ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
Exit mobile version