টানা তাপদাহের পর অবশেষে বৃষ্টির দেখা মিললো রাজধানীতে। পুরো রাজধানীজুড়ে না হলেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা থেকে রাজধানীর আকাশে মেঘ ছিল। রাত ৯টার দিকে শনির আখড়া, পোস্তগোলা, সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ কয়েকটি এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়।
অন্যান্য এলাকায় বৃষ্টি না হলেও আকাশে মেঘ ছিল। এ সময় এলাকাগুলো শীতল বাতাসও বয়ে যায়।
টানা তাপদাহের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি মিলেছে এলাকাগুলোর জনজীবনে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বৃষ্টি হয়েছে বলে স্ট্যাটাস পোস্ট করেছেন। অনেকে আবার বৃষ্টির ছবিও পোস্ট করেছেন।