ঢাকা কলেজের সাথে ঢাবি ও ইডেন শিক্ষার্থীদের একাত্মতা

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

ঢাবি প্রতিনিধি

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের হামলার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের বিভিন্ন হল শাখার সভাপতি-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, নীলক্ষেত মোড় অবরোধ করার পর নিউ মার্কেটের ব্যবসায়ীরা হামলা করতে এলে তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়া হয়। এর আগে পলাশী-কাঁটাবন রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ করে দেন।

শিক্ষার্থীদের দাবি, আজিমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। এছাড়া আজিমপুরে বিডিআর ৩ নম্বর গেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি হল। দুটি হলের আবাসিক ছাত্রীরা ক্লাস-পরীক্ষার কারণে ক্যাম্পাসে আসতে চাইলে তাদের উত্ত্যক্ত করা হয়।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তোরণের সামনে থেকে মিছিল নিয়ে ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে গিয়ে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে পুলিশের ওপর ক্ষোভ দেখান। নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলামের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোরণের দিকে ফিরে যান। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামাল খান, শেখ স্বাধীন মো. শাহেদ, শামীম পারভেজসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা তাদের নেতৃত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। বিক্ষোভ চলাকালীন তারা নীলক্ষেত ও কাটাবনের রাস্তা বন্ধ করে দেন এবং নীলক্ষেত মোড়ে টায়ার পোড়ান। আড়াইটার দিকে বিক্ষোভ শেষ হয়।

 

এর আগে দুপুর দেড়টার দিকে একটি কালো নোহা মাইক্রোবাসে ঢাকা কলেজে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কলেজের ভেতরে পুকুর ঘাটে গাড়ি থেকে নামার পরপরই তাকে ঘিরে ধরেন কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। লেখকের সামনেই কেন্দ্রীয় ছাত্রলীগের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

পরে কলেজে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। পরিস্থিতি শান্ত কর‍তে এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের কলেজে ঢুকিয়ে গেইট বন্ধ করলেও কিছুক্ষণ পর আবারও বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে চারটার দিকে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সেসময় কলেজের অভ্যন্তরে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার অভিযোগ তোলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

এছাড়াও দুপুর দুইটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে ঢাবির বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ অবস্থান নেন। এ সময় তাদের সঙ্গে ঢাবির বিভিন্ন হল শাখা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ শেষেও জারি ছিল ইডেন কলেজের ছাত্রীদের বিক্ষোভ। আন্দোলনরত এক ছাত্রী বলেন, নিউ মার্কেটের ব্যবসায়ীরা আমাদের সবসময় হয়রানি করে। মার্কেটের ভেতরে দোকান কর্মচারীরা নারীদের লাঞ্চিত করে। অনেক সময় গায়ে হাত দেয়। আর আজকে তাদের বিরুদ্ধে নামলেই আমাদের ভাইদের ওপর হামলা করে পুলিশ। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি।

 

বিকেল ৪টার দিকে তারা মিছিল নিয়ে নীলক্ষেত-নিউমার্কেট রাস্তায় বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘Stand with Dhaka College’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

Exit mobile version