রাজধানী সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১০ জন রোগী ভর্তি আছে। ঢামেকের ২০ জনের মধ্যে চারজন আইসিইউতে। আর বার্নের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।
বুধবার (৮ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন এসব তথ্য দেন।
নাজমুল হক বলেন, ঢামেকে থাকা ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণে এই ১৭ জনের মৃত্যুর সংবাদ পুলিশের কাছে আছে। হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিরা এখন কিছুটা স্টেবেল আছে। আমরা সবার চিকিৎসা নিশ্চিত করেছি। রোগীদের জন্য নার্স ও চিকিৎসকের ডিউটি বৃদ্ধি করা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ১১ জন রোগীর মধ্যে এক জনকে ঢামেকে পাঠানো হয়েছে। এখন আমাদের এখানে দশ জনের মত ভর্তি আছেন। এদের মধ্যে কয়েকজন অবস্থা খারাপ। এখন আইসিইউতে আমি নিজেই রোগী দেখছি।
হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় মধ্যরাতের দিকে কয়েকজনের পরিবারের সদস্যরা নিখোঁজ থাকা ব্যক্তিদের খোঁজে হাসপাতালে এসেছিলেন।
ঢামেকের টিকিট কাউন্টার থেকে মো. সুমন বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার (৭ মার্চ) বিকেল থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত ১৭২ জন টিকিট নিয়ে চিকিৎসা নেন। এদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে।