আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীসহ সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আক্তার। জানা গেছে,১৯ নভেম্বর মঙ্গলবার সকালে তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা খাতুন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা,বার্নাবাস হাসদাক,তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান মিজান। তানোরের বিভিন্ন সমস্যা সম্ভবনা তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মফিজ উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, আব্দুল মালেক মন্ডল, সুলতান আহমেদ আব্দুর রশিদ, তোফাজ্জুল হোসেন তোফা,জামায়াতের আমির আলমগীর হোসেন, সম্পাদক ডিএম আক্কাস,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবপ্রমুখ।আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম,সম্পাদক টিপু সুলতান, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু,সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন, সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন,সহসভাপতি আব্দুস সবুর, সম্পাদক মনিরুজ্জামান মনি,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জাকির হোসেন টুটুল,সম্পাদক সানাউল্লাহ স্বপন,সাংবাদিক ক্লাবের সভাপতি এম রায়হান আলীপ্রমুখ।এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান জেলা প্রশাসক, নতুন ইউএনও এবং সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আক্তার তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহর কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন।