মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছে। শনিবার ( ১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, শনিবার সকালে বড় দারোগারহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এসময় পেছনের ট্রাকের চালকের সহকারী ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালকের সহকারী নিহত হন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
মিরসরাইয়ে মেলায় কথা কাটাকাটির জেরে হামলায় যুবদল কর্মী নিহত, আহত ১০
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ব্যানারে মাসব্যাপী শিল্প ও...