স্টাফ রিপোর্টার ॥ ১৯ অক্টোবর শনিবার দিনাজপুর জেলা প্রশাসকের চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয় দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ দিনাজপুর এর সভাপতি সাবেক জেলা প্রশাসক কার্যালয়ের নাজির আবু তাহের এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আহমেদ। মুক্ত আলোচনায় অংশ নেন সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ শাহীন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোছাঃ সাইদা খাতুন ও মোছাঃ জেসমিন আক্তার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির অন্যতম সদস্য মোঃ ফরিদ হোসেন। বার্ষিক সভায় সদস্য সংখ্যা বৃদ্ধি, শেয়ার সঞ্চয় বৃদ্ধি, শেয়ার হোল্ডার সংখ্যা বৃদ্ধি, মামলা সংক্রান্ত বিষয় অগ্রগতি ও মামলার জন্য বিশেষ তহবিল গঠন, সমিতির আয়-ব্যয় এবং বকেয়া আদায় সংক্রান্ত আপডেট আলোচনা, ব্যাংক হিসাবসহ বিভিন্ন বিষয় নিয়ে সদস্যরা আলোচনা করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন সভাপতি। এছাড়া আগামী ২ নভেম্বর ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতির বিষয় ও আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী ৯...