উজ্জ্বল রায়, নড়াইল থেকে :
নড়াইলে নড়াইল উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নড়াইল সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । এ সময় নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নীলু এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ,উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ জিল্লুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শওকত কবিরসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এছাড়া সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ নিজাম উদ্দিন খান নিলু বলেন, বর্তমান সরকারের সকল সেক্টরের উন্নয়ন সারা বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে । আমরা জনপ্রতিনিধিরা সরকারি কর্মকর্তাদের সাথে থেকে সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে সহযোগিতা করে আসছি । তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা একে অপরের পরিপূরক। আমরা জনসেভা থেকে শুরু করে সরকারের সকল উন্নয়নের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।