নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও সালামী গ্রহণ

এসময় সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন,পুলিশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ
নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত। (৯জানুয়ারি) রবিবার সকাল ৮:৩০ মিনিটের সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এসময় সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, সরকারি গাড়ি ও অন্যান্য সরকারি  মালামালের হেফাজত করা, ওয়ারেন্ট তামিল বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, সকলের সাথে মানবিক আচরণ করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এছাড়া পুলিশ সদস্যদের ছুটি বা অন্য কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপার কে অবহিত করার জন্য নির্দেশ দেন।মাস্টার প্যারেডে আরো উপস্থিত ছিলেন,তানজিলা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইল, এস,এম, কামরুজ্জামান,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ প্রমূখ।
Exit mobile version