বিয়ের পরই এক নারী বুঝতে পারেন যে যৌন সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোন আকর্ষণই পাচ্ছেন না তিনি, বরং বিষয়টি তার কাছে কারো প্রতিই আকর্ষণ বোধ করি না এমন একটি অনুভূতি বলে মনে হচ্ছিল।
যৌন সম্পর্কের বিষয়টি তার কাছে ধর্ষণের মতো মনে হত। নিজের নাম পরিচয় গোপন রেখে বিবিসি বাংলার কাছে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন তিনি।
ওই নারী বলেন, যৌনতায় তার এই অনাগ্রহের কথা স্বামীকে জানালে স্বামী আরও বেশি জোর-জবরদস্তি শুরু করেন, যেটা ওই নারীর কাছে যৌন নির্যাতনের মতো মনে হয়। প্রায় সাড়ে সাত বছর ধরেই তিনি এর ভুক্তভোগী।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা যৌন সম্পর্ক স্থাপনে কোন আগ্রহ পান না। তারা নারী কিংবা পুরুষ কোন লিঙ্গের মানুষের প্রতিই আকর্ষণ বোধ করেন না।
এ ধরণের ব্যাক্তিদের এসেক্সুয়াল বা অযৌনচিত্ত বলা হয়।
কিন্তু এসব এসেক্সুয়াল ব্যক্তিদের অনুভূতিগুলো কেমন হয়? যৌন সম্পর্ক স্থাপনে তাদের এই অনাগ্রহের কারণে তাদের কী ধরণের সমস্যার মুখোমুখি হতে হয় কিংবা সমাজ বা পরিবার তাদের কী চোখে দেখে?
এসব বিষয় নিয়ে কয়েকজন এসেক্সুয়াল ব্যক্তির সাথে কথা বলেছেন শাহনেওয়াজ রকি।