বায়েজিদ, গাইবান্ধা প্রতিনিধি :
আজ শনিবার (১৮ মে) গাইবান্ধার পলাশবাড়ীতে পেশাজীবি সংগঠন উপজেলা দলিল লেখক সমিতির(১৯৮৫) ত্রি-বার্ষিক নির্বাচন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট নির্বাচন কমিটি সূত্র জানিয়েছেন।
জানা যায়,বিভিন্ন পেশাজীবি সংগঠনের পাশাপাশি দলিল লেখক সমিতি সংগঠন একটি অন্যতম সংগঠন। প্রতি তিন বছর পর সংগঠনটির গতিশীল নেতৃত্ব অব্যাহত রাখতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ১৮ মে ২০২৪ সকাল ১০টা থেকে বিরতিহীন দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত
হবে। নির্বাচন সম্পন্ন করতে ইতোপূর্বেই একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
উপজেলা সাবরেজিস্টার মো.অহেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আবু সাঈদ সরকারকে প্রধান উপদেষ্টা এবং আব্দুল হাদী সরকার ও হাফিজার রহমান সরকারকে সহঃ উপদেষ্টা করে পরিচালনা কমিটি গঠন করা হয়।
সংগঠনের ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির দু’টি পদ যথাক্রমে কোষাধ্যক্ষ ও ধর্মীয় সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ি ঘোষণা করা হয়। অবশিষ্ট কার্যকরী কমিটির ৫ সদস্যসহ ১০ পদে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন।
সভাপতি পদে বর্তমান সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম সরকার রানা ও আসাদুজ্জামান আহমেদ টিটু,সহ-সভাপতি পদে আবু বক্কর সরকার ও মাহে আলম সরকার, সাধারন সম্পাদক পদে আব্দুল কাফী সরকার ও আজাদুল ইসলাম সরকার সাবু,সহ: সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ সরকার ও শাহারুল ইসলাম সরকার,সাংগঠনিক সম্পাদক পদে তরিকুল ইসলাম রতন ও আনোয়ার
হোসেন সরকার এবং পৃথক ৫টি সদস্য পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।