আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এটা সম্ভব নাও হতে পারে। ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে।
আলোচনা শেষ হওয়ার পরই ঘোষণাপত্র তৈরি করা হবে। ১৫ জানুয়ারির মধ্যেই যে ঘোষণাপত্র চূড়ান্ত করা যাবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বর্তমানে পলিটিক্যাল ড্রাফটিংয়ের (রাজনৈতিক সংজ্ঞায়ন) কাজ জোরেশোরে চলছে।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিভিন্ন জনকে ধরে এনে তার বাবার হত্যার বিচার করে শাস্তি দিয়েছে। তার চেয়ে দ্বিগুণ গুরুত্ব দিয়ে শেখ হাসিনার বিচার করা হবে। কারণ হাসিনার পাপাচারের তো শেষ নেই। বর্তমান সরকারের আমলেই বিচার শেষ করার চেষ্টা চলবে। সম্ভব না হলে পরে যারা ক্ষমতায় আসবে তারা বিচার শেষ করবে।
ব্রিফিংয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, যেসব দূতাবাস বাংলাদেশে নেই, সেসব দেশের ভিসার জন্য দিল্লি থেকে ভিসা আনতে হতো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওইসব দেশগুলোকে অনুরোধ করেন দিল্লি থেকে সেটা ঢাকা বা অন্যত্র সরিয়ে নেওয়ার।
বাংলাদেশের নাগরিকদের যেন দিল্লির পরিবর্তে থাইল্যান্ড বা অন্য দেশ থেকে ভিসা দেওয়া হয়। ইতিমধ্যে ভিয়েতনাম থেকে ২২ জন বুলগেরিয়ার ভিসা পেয়েছেন। ব্যাংকক থেকে রোমানিয়া ও তাজাকিস্তানের ভিসা মিলবে। আরও কয়েকটি দেশও এ রকম চালু করবে।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকতার মান সম্পর্কে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সব দেশেই একটি সরকারি প্রচারমাধ্যম (ব্রডকাস্ট) থাকে। সেই তুলনায় বাংলাদেশে অনেক কম। এছাড়া বাংলাদেশের বেসরকারি গণমাধ্যমগুলোর সবাইকে স্বাধীনতা দেয়া আছে। বিটিভি, বিএসএসসহ গণমাধ্যমগুলো যেন জুলাই স্পিরিট ধারণ করে তাদের প্রোগ্রামগুলো করে।