মোঃআশরাফুল আলম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা ও টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো.আল কামাহ তমালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য প্রদান করেন – যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের উপাধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, সামিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও শহীদ স্মৃতি সংগ্রহ কমিটি এবং দিনাজপুর জেলা ক্যাবের নির্বাহী সদস্য, উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল , ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় সুজাপুর স্কুল মাঠের শহীদ মিনার ও জেলা পরিষদের ডাকবাংলো সংলগ্ন পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে জুতা পরে না উঠার জন্য পৌরসভা ও স্ব স্ব প্রতিষ্ঠানে সাইনবোর্ড দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
এছাড়া হিমালয় ঘেষা বজ্রপাতপ্রবন এলাকা হিসেবে অধিক পরিমাণে তালগাছ লাগানোর নির্দেশনা দেয়া হয়। নদী দূষণ ও দখল মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানজট ও ফুটপাত দখল মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও ফুড ব্রীজ , পৌর বাজার ও ড্রেনের বর্জ অপসারণ ও ডেংগু জীবাণুবাহি এডিস মশা নিধনের জন্য পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিমাপে কারচুপি, ভেজাল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ঔষধ – কসমেটিক্স, জুতাসহ বিভিন্ন পন্যে ট্যাগ জালিয়াতি এবং জালিয়াতি চক্রের তৎপরতার বিরুদ্ধে আমাদের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।