আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে শস্য নিরাপত্তা বীমা দাবি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল ৪টায় ব্র্যাক অফিস কার্যালয়ে ফিল্ড কো-অডিনেটর শস্য নিরাপত্তা বীমা রবিউল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনোয়ার উদ্দীন, এলাকা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জামাল উদ্দীন, এক্সটেনশন অফিসার মোঃ হাফিজুল আমিন প্রমূখ। উপজেলায় ১৫২জনকে ১৩৪৩৭৪/- টাকা বীমা দাবি প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে ২২জনকে বীমা দাবির টাকা প্রদান করেন প্রধান অতিথি কৃষিবিদ সাবাব ফারহান।