বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে স্কুল ছাত্রদের বিরোধ ছড়িয়ে পড়ল অবশেষে বৈষম্যবিরোধী ছাত্র ও গ্রামবাসীর মধ্যে। জানাযায় ১০ম শ্রেনীর দুই স্কুল ছাত্র মারুফ এবং রাহুল সোমবার বিকালে বদলগাছী সদরের ছেলাকালী মোড়ের কাছে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় সেখানে উপস্থিত ছিল জিম ওরফে জয় এবং রাফি। এসময় কীটনাশকের দোকানদার বিনামিন মারামরি ভেঙ্গে দিয়ে জিম ও রাফিকে একটি করে বেত্রাঘাত করে। পরে সেটা বসে বিরোধ সমাধান হয়। প্রত্যক্ষদর্শি জানায় মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র নেতা আতিক ও মতিন বিনামিনের দোকানের পাশে দাড়িয়ে ছিল। এসময় বিনামিন দোকানের বাহিরে ছিল। বিনামিন বাহির থেকে দোকানে ফেরার পথে আতিকের মুখোমুখি হয়। আতিকসহ ওরা দুইজন বিনামিনের সংগে তর্কবিতর্ক করে। এসময় বিনামিন বলে কালকের বিষয়গুলিতো মিটে গেছে তোরা আমাকে গালাচ্ছিস ক্যা। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় কাছে পড়ে থাকা লাঠি বিনামিন হাতে নেয়। বিনামিনের ভাই এমরুল কায়েশ ও পার্শ্বের চায়ের দোকানদার সহ স্থানীয় লোকজন এসে ভেঙ্গে দেয়। এ ঘটনার জেরধরে বিকালে আবারও বৈষম্যবিরোধী ছাত্ররা বিনামিনকে মারপিট করে। বিনামিনকে মারপিটের খবর তার ডাঙ্গিসারা গ্রামে ছড়িয়ে পড়লে বিনামিনের আত্মিয় স্বজনসহ পাড়া প্রতিবেশিরা ছুটে আসলে দুপক্ষের মধ্যে যত্রতত্রভাবে মারপিটের ঘটনা ঘটে। এতে বিনামিন ও তার ভাই এমরুল কায়েশ, দুই তিনজন মহিলাসহ ছাত্র মোস্তাকিম, আব্দুল মতিন, সাদিকসহ ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে এমরুল কায়েশকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্কুল ছাত্রদের প্রেম ঘটিত বিষয় নিয়ে মারপিটের সুত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় কয়েকজন বিএনপির নেতৃবৃন্দ এসে উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান। বদলগাছী থানার ওসি তদন্ত সাইফুল ইসলামের সংগে কথা বললে তিনি জানান বিষয়টি জানার সংগে সংগে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে। এবিষয়ে থানায় এখনও কোন পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে...