বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউসি) এর সভাপতি শ্রমিক নেতা তৌহিদুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা ১৮ জুলাই ২০২৩ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান বাবলু কে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউসি) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সালাউদ্দিন স্বপন তার পরিবর্তে শ্রমিক নেতা এম দেলোয়ারের প্রস্তাবে সালাউদ্দিন স্বপন ও কেন্দ্রীয় কমিটির সকলের সমর্থন প্রদানের মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়গুলো নিয়েও উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউসি)।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউসি) একটি ঐতিহ্যবাহী প্রথম জোট। ৯০ দশক থেকে এ জোট শ্রমিকদের জন্য সফলতার সাথে আন্দোলন—সংগ্রাম করে আসছে। এটিকে গার্মেন্টস শ্রমিকদের একটি আস্থা ও বিশ্বাসের আশ্রয়স্থল হিসেবে সাধারণ শ্রমিকরা মনে করে।
সভা শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু কে অভিনন্দন জানান তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন, এম দেলোয়ার হোসেন, মাহতাব উদ্দিন শহীদ, মোবারক হোসেন, মোঃ ইলিয়াস, নজরুল ইসলাম, তাহমিনা রহমান প্রমুখ।