বালুবাহী ট্রলারের ধাক্কায় আয়রন ব্রিজ ভেঙে খালে।

ট্রলারের ধাক্কায় ভেঙে খালে পড়ে গেছে।

মো.সুমন মৃধাঃদুমকি (পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের লেবুখালী খালের সংযোগ আয়রন ব্রিজটি বালুবাহী ট্রলারের ধাক্কায় ভেঙে খালে পড়ে গেছে।
সোমবার ৩১ জানুয়ারি দুপুরে মাসুদ নামের বালুবাহী ট্রলার মৌকরন যাওয়ার পথে আয়রন ব্রিজটিকে ধাক্কা দেয়। এতে ব্রিজের তিনের দুই অংশ খালে পড়ে যায়। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ। বিপাকে পড়েছে ব্রিজের দুই পাড়ের কয়েক হাজার বাসিন্দা। আয়রন ব্রিজেটি খালে ভেঙে পড়ার সময় ব্রিজে কোন পথচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০ বছর আগে লেবুখালী খালের উপরে ৫০মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের আয়রন ব্রিজটি নির্মাণ করে। কয়েক বছর ধরে ব্রিজটি ঝুঁকিপুর্ণ ছিল। এই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে দুই পাড়ের লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করছিল।
লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় শিক্ষার্থীদের বহুপথ ঘুরে বিদ্যালয়ে আসতে হবে।
এবিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,  আপাতত মানুষ চলাচলের জন্য নৌক বা ট্রলারের ব্যবস্থা করা হবে এবং যাতে দ্রুত সময়ে একটি ব্রীজ বা সেতু হয় সেই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
Exit mobile version