বিএনপির সংকটকালে যারা ছেড়ে গিয়েছিল! তাদেরকে দলে জয়গা দেয়া যাবে না।বাঘারপাড়ায় সমাবেশে – টি,এস আইয়ুব
জীবন আচার্য্য
যশোর প্রতিনিধি
বিএনপির সংকটকালে যারা দল ছেড়ে গিয়েছিল! তারাই এখন দলে এসে সামনের সারিতে বসে নেতৃত্ব দিতে চাচ্ছে,এমনকি তারাই অপকর্ম করে বিএনপির ভাবমূর্তি নষ্টের ও পায়তারা করছে, তাদেরকে দলে জায়গা দেয়া যাবে না। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলে সকলকে নির্দেশনা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। শনিবার বিকালে যশোরের বাঘারপাড়ায়, উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দীর্ঘদিন কারাভোগের পর শনিবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে নিজ এলাকা বাঘারপাড়ায় ফিরলে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে তাকে বরণ করেন। বিকেল ৪ টার দিকে বাঘারপাড়া উপজেলা শহরের চৌরাস্তায় সমাবেশস্থলে পৌঁছান তিনি। এসময় বিএনপির হাজারো নেতাকর্মী হাত নেড়ে তাদের নেতাকে স্বাগত জানান।বাঘারপাড়া উপজেলার বিএনপির আহবায়ক শামসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে আমি অনেক সম্পদ হারিয়েছি। কিন্তু আপনাদের ভালোবাসা আমার অমূল্য সম্পদ। এই সম্পদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অতীতে সংকটে আপনারা আমার পাশে ছিলেন। আমি ও আপনাদের পাশে ছিলাম। আগামিতে ও আমরা একসঙ্গে এগিয়ে যাবো। যেকোন সংকটে একসঙ্গে লড়বো। শনিবারের এই সমাবেশে আরো বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর বিএনপি সভাপতি আবদুল হাই মনা, বাঘারপাড়া উপজেলার বিএনপি যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান, বাঘার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী।উল্লেখ্য ৩০ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান টিএস আইয়ুব। তিনি অারো বলেন দুদকের একটি মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন। জামিনে থাকাবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করেন।এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে জামিন দেয়নি। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে গত ২৭ আগস্ট তার আইনজীবী জামিনের আবেদন করেন। তারপর দীর্ঘ শুনানির পর বিচারক তার জামিন মঞ্জুর করেন।
Post Views: 92