বিরামপুরে পৌরসভা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

এমডি রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,বিরামপুর পৌর শাখার আয়োজনে শুক্রবার (১৪ ফ্রেব্রুয়ারি) বিকেলে বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ বিন আশরাফী’র সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আলী,ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম ও তৌহিদুল ইসলাম। এতে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ্ আলম মন্ডল,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সহ পৌর যুবদলের আহবায়ক কমিটি ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরাও তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। পৌর যুবদলের কর্মী সভায় বক্তারা পৌর যুবদল ও ৯টি ওয়ার্ড কমিটিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে সজাগ থেকে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার আহবান জানান।
Exit mobile version