দিনাজপুরে আরডিআরএস এর উদ্যোগে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

দিনাজপুরে আরডিআরএস এর উদ্যোগে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা উপলক্ষ্যে রিভিউ ওয়ার্কসপ অন জার্নালিজম ফর ইয়থ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষ্যে দিনব্যাপী রিভিউ ওয়ার্কসপ অন জার্নালিজম ফর ইয়থ অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় ১৭ ফেব্রুয়ারী সোমবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় পল্লীশ্রী মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ।
কর্মশালায় সভাপতিত্ব করেন আরডিআরএসের প্রজেক্ট কোঅর্ডিনেটর মতিউর রহমান। কর্মশালার উদ্বোধন করেন আরডিআরএস এর সিনিয়র কো-অর্ডিনেটর (সোস্যাল ডেভেলপমেন্ট) কেএম রাশেদুল আরফিন। কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসেবে আলোচনায় অংশ নেন লেখক ও দৈনিক দেশবার্তার দিনাজপুর প্রতিনিধি আজহারুল আজাদ জুয়েল, দৈনিক উত্তরবঙ্গ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাশী কুমার দাস, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মুফাচ্ছিরুল রাশেদ, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু। এ বিষয়ে আয়োজনকারী প্রতিষ্ঠান আরডিআরিএস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের সিডিএস সুমিত্র কুমার সরকার বলেন, আরডিআরএস সারাদেশে যুবকদের আত্মিক উন্নয়ন, সমাজে যুবকদের ভূমিকা ও সামাজিক সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ বাড়াতে বিগত ৮ বছর ধরে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ১০০টি কর্মশালার আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে যুবকরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে। আরডিআরএস বাংলাদেশ নিজস্ব উদ্যোগে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখছে। প্রশিক্ষকরা বলেন, সাংবাদিকতা প্রশিক্ষণ বা কর্মশালা একদিনের বিষয় নয়। যুব সমাজকে সাংবাদিকতার উপর ধারণা দেয়া এবং তাদেরকে এই পেশায় আসার জন্য উৎসাহিত করতে এই প্রশিক্ষণ কর্মশালা যথেষ্ট গুরুত্ব বহন করবে।

 

Exit mobile version