মোঃ বেল্লাল হোসেন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর বেগমগঞ্জের শরীফ পুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় দোকান লুট ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ ও সাংবাদিকদের তথ্য দেওয়ায় ৬৫ বছরের এক বৃদ্ধকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করার ফের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের দক্ষিণ খানপুরের জিরার দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী আবদুল ওদুদ সাংবাদিকদের বলেন, ফখরুল, দেলোয়ার, শাকিল সহ অঙ্গাত আরো কয়েকজন ডিগির পাড় এলাকায় হত্যার উদ্দেশ্য আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়।
প্রসঙ্গতঃ গত ৩০শে জানুয়ারী, শনিবার দিবাগত রাত ২ টার দিকে আবদুর রব স্টোরে লুট ও অগ্নিসংযোগে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলে স্থানীয় এ সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ ও সাংবাদিকদের তথ্য দেওয়ায় অতর্কিতভাবে ৬৫ বছরের আবদুল ওদুদ নামের এ বৃদ্ধকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করে এ সন্ত্রাসীরা।
অভিযুক্তরা এর আগে খোদেজা বেগম নামের এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় করে। পরে আবদুর রব স্টোরে লুট ও অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত ছিলো বলে অভিযোগ পাওয়া যায়।