গাইবান্ধা জেলা প্রতিনিধি: বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ১০ ডিসেম্বর গাইবান্ধার নাট্য সংস্থা সামনে ইউএনডিপি-মানবাধিকার কর্মসূচি, সুইজারল্যান্ড ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় অবলম্বন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বারের সাধারণ স¤পাদক ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাংগঠনিক স¤পাদক স্বপন শেখ, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, তৃষ্ণা মুর্মু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সুফল হেমব্রম, বৃটিশ সরেন প্রমুখ। অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও মানববন্ধন হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের দাদী আছিরন প্লাজার সামনে উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও দহবন্দ ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আসক ফাউন্ডেশনের উপজেলা সভাপতি মনিরুজ্জামান সরকার জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক তাজরুল ইসলাম, সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, মাসুদ মিয়া প্রমূখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও
-
by admin
- Categories: বাংলাদেশ, রংপুর বিভাগ
Related Content
ব্রাহ্মণপাড়ায় রান্না করতে গিয়ে আগুনে পুড়ে এক সন্তানের জননীর মৃত্যু!
by admin ২২/০১/২০২৫
অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে দূর্বৃত্তের হামলায় এক যুবক মারাত্মক আহত
by admin ২২/০১/২০২৫
লক্ষ্মীপুরে দুই দিন ব্যাপী তথ্য মেলার আয়োজন
by admin ২২/০১/২০২৫
ফ্যাসিবাদ যেন অর ফিরে না আসে সেই শপথ নিয়ে আমরা মাঠে নেমেছি : এ্যানি
by admin ২২/০১/২০২৫