ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদণ্ড

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ মার্চ) মধ্যরাতে গোবিন্দাসী ঘাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। এ অভিযানে নদীর পাড় থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার মেশিন ও ২ টি ভেকু জব্দ করা হয় এবং পাইপ বিনষ্ট করা হয়। জব্দকৃত মালামাল গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ভেকু চালক মঞ্জু শেখ নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) ধারা ৪,৫(১) লংঘন করায় ১৫(১) ধারা অনুযায়ী ০৭ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version