মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দু’ভাইসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বিএসআরএম গেইটের বিপরীত দিক থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার নুর নবীর ছেলে ফরহাদ (১৮), নাছির উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (২৩), আলা উদ্দিনের দুই ছেলে রেজাউল করিম (২৪) ও ফজলুল করিম (২১)।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২ টার দিকে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিচালিত অটোরিকশাসহ দু’ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি ধারালো রামদা সদৃশ বড় ছোরা, দুই বোতল বিদেশী মদ ও এক কেজি গাঁজা উদ্ধার জব্দ করা হয়।
তিনি আরো জানান, তাদের সাথে থাকা অটোরিকশা ডাকাতির কাজে ব্যবহৃত হয়ে থাকে। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত। এছাড়াও পরস্পর যোগসাজশে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন মাদক কারবারী ও মাদক সেবীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে। আটককৃত আসামীদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামে স্থানীয় সরকার সংস্কার নিয়ে সংলাপ: গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণে আসবে সমতা
সংবাদ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও গণতান্ত্রিক করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সংলাপ। 'গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাঙ্ক্ষার...