মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসার দরজার তালা ভেঙে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে মিরসরাই পৌরসদরের ফারুকীয়া মাদরাসার পাশে ঝিলিক ম্যানশন থেকে এই স্বর্ণ চুরির ঘটনা ঘটে।
ভূক্তভোগী দলিল লেখক নুরুল আফছার জানান, বাসায় কেউ না থাকার সুযোগে চোরের দল আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরা আছে পুরো বিল্ডিংয়ে। প্রশাসন সহযোগীতা করলে স্বর্ণ উদ্ধার করা সম্ভব হবে। ৪ বছর এই বাসায় রয়েছি। কখনো এত বড় চুরির ঘটনা হয়নি। কষ্টের টাকায় এই স্বর্ণ কেনা। নিজে অনেক কষ্ট করছি, কখনো স্বর্ণ বিক্রি করার চিন্তাও করি নাই। থানা থেকে বেশি দূরে না আমার বাসা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, স্বর্ণ চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যাই। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। চোরের দলকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরার সেই শিশুর জন্য তারেক রহমানের উদ্যোগে আইনজীবী প্যানেল
মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগের মামলায় আইনি সহায়তা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট আইনজীবী প্যানেল গঠন...