মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ৮৭.২২ ঘনফুট কাঠ আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব কাঠ আটক করে।
কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, সোমবার সকালে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৭.২২ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করা হয়েছে। আটককৃত কাঠগুলো কয়লারমুখ চেকপোষ্ট বিজিবি হেফাজতে রয়েছে।
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ৮৭ ঘনফুট কাঠ আটক
![](https://i0.wp.com/deshersangbad.com/wp-content/uploads/2025/02/kat-Atok.jpg?fit=1024%2C575&ssl=1)