মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বন্যা কবলিত ৩’শ রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া বাজারে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনে ৩’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করার পাশাপাশি বিভিন্ন এলাকার ইমাম-মুয়াজ্জীনদের সম্মানি, বন্যা কবলিত ২০ টি পরিবারকে তোষক বালিশ বেটসীট প্রদান, ৫০ পরিবারকে গৃহস্থালী সামগ্রী ও ৩’শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল এর উদ্যোগে ও মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলমের সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. তৌহিদুর রহমান সোহেল, গাইনী বিশেষজ্ঞ ডা. নাঈমা আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন। এসময় সহায়তা করেন স্থানীয় সমাজসেবী রনি, মোশাররফ হোসেন, হানিফ মিয়াজী ও করিম উদ্দিন।
ক্যাম্পেইন পরিদর্শন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান, সাংবাদিক এম আনোয়ার হোসেন ও মোহাম্মদ ইউসুফ।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুুজা জেরিন বলেন, বন্যা কবলিত মিরসরাই উপজেলার মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছিল। বন্যা পরবর্তীতে মানুষের এলার্জি, পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। আজকের ফ্রি ক্যাম্পেইন, ওষুধ বিতরণ ও ত্রাণ সামগ্রী বিতরণ বন্যা দুর্গত ও অসহায় পরিবারগুলোর অনেক উপকার হবে। বেসরকারী ব্যক্তি ও সংস্থাকে এমন মহৎ কাজের জন্য এগিয়ে আসা উচিত।