মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে হতদরিদ্র অসহায় বৃদ্ধ আবুল বশরের ক্রয় করা জায়গা দখল করার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ৩ টায় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অসহায় আবুল বশর (৬২) এর পক্ষে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার, সাবেক ওয়ার্ড সভাপতি ওহিদুল আলম, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী রসুল আহম্মদ রনি, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক শামীম ফরহাদ, ইউনিয়ন জামায়াতের পেশাজীবী সভাপতি কবির আহম্মদ নিজামী ও স্থানীয় জনসাধারণ।
মানববন্ধনকালে ভুক্তভোগী অসহায় আবুল বশর জানান, ২০২৪ সালে স্থানীয় সাইফুল ইসলামের কাছ থেকে মানবিক সহায়তায় কমমূল্যে কাটাছরা মৌজার জেএল নং-৪৪ আর এস খতিয়ান নং-২২৪২ আরএস দাগ নং-২১৬২ এর অন্দর ২৬ শতকের সাড়ে ৬ শতাংশ ভূমি দখলসত্ব খরিদ করে বসতঘর নির্মানের চেষ্টা করেন। কিন্তু হঠাৎ করে ৫ আগষ্টের পর স্থানীয় সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ ডাকাত তার লোকজন নিয়ে ঘর তৈরিতে বাঁধা সৃষ্টি করেন। সিরাজুল ইসলাম তার পরিবারের মহিলা সদস্যদের লেলিয়ে দিয়ে ঘর নির্মান কাজে নিয়োজিত শ্রমিকদের উপর মরিচের গুড়া নিক্ষেপ করে ও লাঠিসোটা নিয়ে হামলা করে। ফলে ঘর নির্মাণ বন্ধ হয়ে যায়। সিরাজের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে আবুল বশর ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন ও প্রাণহানীর শঙ্কায় রয়েছেন। আবুল বশর বিষয়টি সমাধান চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন উপযুক্ত সমাধান পাননি।
মানববন্ধনে আবুল বশরের পক্ষে সমবেত হওয়া বিএনপি জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারনের দাবী, সিরাজ একজন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, মামলাবাজ ও ভূমিদস্যু। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। তাই আমরা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণ আবুল বশরের পক্ষে মানববন্ধনের আয়োজন করে তার প্রতিবাদ জানাচ্ছি। এর পরেও যদি প্রশাসন সিরাজের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা একত্রিত হয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। আমরা নিজ দায়িত্বে দরিদ্র আবুল বশরের ঘর নির্মাণ করে দিবো।
অভিযুক্ত সিরাজুল ইসলামের বলেন, এটি একটি সরকারি খাস জমি। দীর্ঘদিন জমিটি আমার দখলে ছিল। কিন্তু আবুল বশর সাইফুল থেকে ক্রয় করার পূর্বে আমার সাথে কোন প্রকার যোগাযোগ করেনি যার কারনে সমস্যার সৃষ্টি হয়েছে।