মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারস্থ মারকাজুত তাহফিজ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠান মারকাজুত তাহফিজ মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলামের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী বক্তব্য রাখেন তেমুহানী মোহাম্মদীয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এনায়েতুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নয়দুয়ারিয়া মসজিদিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম, দারুল উলুম ওয়ার্লেস মাদ্রাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক, মুফতি আরিফুল হক, আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মুফতি আলী আশরাফ সিরাজী, দারুন্নাজাত আইডিয়াল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা রেজাউল করিম, হাফেজ মোহাম্মদ ইউনুস, হাফেজ মোহাম্মদ মোকাররম, দারুল ইকরা মডেল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শাহিন খান প্রমুখ। অনুষ্ঠানে মারকাজুত তাহফিজ মাদ্রাসার শিক্ষার্থীরা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র মিরসরাই উপজেলা শাখা আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ২৩ শিক্ষার্থীর বাবাকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয় এবং অভিভাবকরা মাদ্রাসার অগ্রগতি নিয়ে মতামত ব্যক্ত করেন।
ঢাকা -লক্ষ্মীপুর মহাসড়কে বালু,অতিষ্ঠ জনসাধারণ
মোঃ কামাল উদ্দিন, লক্ষ্মীপুর ঃ লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে প্রতিনিয়ত উড়ছে ধুলোবালি। এতে দূষিত হচ্ছে পরিবেশ। ফলে দুর্ভোগ বাড়ছে ওই সড়ক দিয়ে...