মিরসরাইয়ে ৬ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে জেলা পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম উপহার

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে মিরসরাই উপজেলার ৬ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। শুভেচ্ছা উপহারের মধ্যে রয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম ক্রিকেট ব্যাট, ফুটবল, ব্যাডমিন্টন রেকেট, সাংস্কৃতিক সরঞ্জাম হারমনি ও তবলা। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়। সংগঠনগুলো হচ্ছে শান্তিনীড়, বিজলী ক্লাব, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, অদম্য যুব সংঘ, দুর্বার প্রগতি সংগঠন এবং আদর্শ বন্ধু ফোরাম।

Exit mobile version