মিরসরাই প্রতিনিধি
দুপুরের ভাত রান্না করা হয়ে গেছে। গোসল করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই ভাত আর খাওয়া হলো না। আগ্রাসী আগুন ৭ পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই করে দিল। রবিবার দুপুরে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাঁশখালী গ্রামের আবু তাহেরের বাড়ীতে। আনোয়ারুল ইসলামের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়ে ৭ পরিবারের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলো মৃত সুলতান আহম্মদের পুত্র আবু তাহের, আবু তাহেরের ৩ পুত্র আনোয়ারুল ইসলাম, সাইদুল ইসলাম টিপু, জামাল উদ্দিন, রুহুল আমিনের পুত্র আবুল কালাম, ডা. রুহুল আমিনের পুত্র সোহাগ, আবুল কালামের পুত্র হেনজু মিয়া। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা দিনমজুরী করে জীবিকা অর্জন করতো। আগুন থেকে পরনের জামা ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেনি তারা। সমাজের বিত্তশালী ও প্রশাসনের সহায়তা ছাড়া তারা পুণরায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না তাই বিত্তশালী ও প্রশাসনের সহায়তা কামনা করেছেন দরিদ্র ৭ পরিবারের সদস্যরা। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ৮ নং ওয়ার্ডের সদস্য মজিবুল হক। প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেছেন চেয়ারম্যান মফিজুল হক এবং খাদ্য ও অন্যান্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন স্থানীয় সামাজিক সংগঠন অভিনন্দন ক্লাবের সদস্যরা।
ক্ষতিগ্রস্থ আবু তাহের জানান, তার ছেলে আনোয়ারুল ইসলামের বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একে একে সবগুলো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুল হক জানান, আগুনে ক্ষতিগ্রস্থরা সবাই অত্যন্ত দরিদ্র। কেউ সিএনজিঅটোরিকশা চালায়, কেউবা দিনমজুরী করে জীবিকা নির্বাহ করেন। তারা শরীরের কাপড় ছাড়া আর কিছু তারা বাঁচাতে পারেনি।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে কিছু কম্বল ও প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পরবর্তী আরো সহায়তা করা হবে।