মিরসরাইয়ে মেয়রকে গুলি বিচারের দাবীতে কাফনের কাপড় পরে মহাসড়কে নামলো নেতাকর্মীরা

প্রধান আসামী ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।

এম আনোয়ার হোসেন, মিরসরাই

‘১৭ দিন হয়ে গেলো এখনো বারইয়ারহাট পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনকে গুলি করে হত্যা চেষ্টা মামলার যথাযথ অগ্রগতি না হওয়ায় আমি চরম হতাশ। প্রশাসন ইচ্ছে করলে আসামীদের দ্রুত গ্রেফতার করতে পারে। মামলার ২২ জন আসামীর মধ্যে ইতিমধ্যে মাত্র ৪ জনকে তারা গ্রেফতার করেছে।

এরপর তাদের তেমন কোন তৎপরতা দেখছি না।’ এমনই বললেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনকে গুলিবিদ্ধ করার ঘটনার বাদী মিজানুর রহমান রিয়াদ। তিনি কাপনের কাপড় পরে বিচারের দাবীতে মানববন্ধনে শামিল হন। রিয়াদের মতো এমন আরো ১৮ জন নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন কাপনের কাপড় পরে। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকায় বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে প্রায় ২ সহ¯্রাধিক লোকের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরআগে গত ১৪ অক্টোবর ফেনী নদীতে সরকারি কাজের জন্য বালু উত্তোলন কার্য্যক্রম পরিদর্শন করতে গেলে ফেনী সদর উপজেলার ১২ নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের কর্মীদের গুলিতে গুলিবিদ্ধ হন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অশোক সেন ও যুবলীগ কর্মী সাঈদ খান দুখু।
মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হওয়া ও তার নামে ও নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে রবিবার সকালে। মানববন্ধনে কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান নেতাকর্মীরা। তাদের কয়েকজন হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শাহরিয়ার চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শের শাহ, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য দিদারুল আলম, কয়লা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি জহির খান, যুবলীগ কর্মী সাইফুল ইসলাম।
কাপনের কাপড় পড়ে মানববন্ধনে অংশ নেওয়া হিঙ্গুলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শাহরিয়ার চৌধুরী সোহেল বলেন, ‘আমাদের প্রিয় নেতা বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনকে গুলি করে হত্যা চেষ্টার মামলার আসামীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ আমরা কাপনের কাপড় পড়ে রাস্তায় নেমেছি। আমরা উনার জন্য জান দিতে প্রস্তুত। আমি প্রশাসনের কাছে দাবী জানাবো দ্রুত আসামীদের যেন আইনের আওতায় আনা হয়।’
মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন দিদার, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি রতন কুমার রাজ, বারইয়ারহাট পৌরবাজার পরিচালনা কমিটির সদস্য নুর হোসেন জসিম প্রমুখ। মানববন্ধন থেকে ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপনের দৃষ্টান্তমূলক শাস্তি ও মেয়র রেজাউল করিম খোকনসহ মিরসরাইয়ের বিভিন্ন নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ফেনী নদীতে সরকারি কাজের জন্য বালু উত্তোলন কার্য্যক্রম পরিদর্শন করতে গেলে ফেনী সদর উপজেলার ১২ নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের কর্মীদের গুলিতে গুলিবিদ্ধ হন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অশোক সেন ও যুবলীগ কর্মী সাঈদ খান দুখু। এই ঘটনায় গত ১৫ অক্টোবর চেয়ারম্যান মজিবুল হক রিপনকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ জনকে আসামী কওে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন মেয়র রেজাউল করিম খোকনের সমর্থক ওচমানপুর ইউনিয়ন যুবলীগ কর্মী মিজানুর রহমান রিয়াদ। মামলার প্রধান আসামী ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।
পরবর্তীতে গত ১৭ অক্টোবর সিনিয়র জুলিসিয়াল ম্যাজিস্ট্রেট সোনাগাজী আমলী আদালতে ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রত্যয় এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নুরুল আলম বাদী হয়ে মেয়র রেজাউল করিম খোকনকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ২০ জমের নামে পাল্টা মামলা দায়ের করেন।

Exit mobile version