এস.এম. সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জ গাঁজা সহ ৬ মামলা আসামী শামীম বেপারী (৪৫) কে আটক করেছে পুলিশ । আটক শামীম পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সোবাহন বেপারীর পুত্র।
পুলিশের এসআই মলয় কুমার জানান , গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে পৌর সদরের জুতাপট্রি খেয়াঘাট থেকে ২০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী শামীম বেপারী বিরুদ্ধে মাদক, নাশকতা, ধর্ষনের চেষ্টা সহ মোরেলগঞ্জ থানায় ৬ টি মামলা রয়েছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
একইদিনে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আলী হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ বালুর ড্রেজার ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, এম বি মায়ের দোয়া, মেসার্স হাসি খুসি এন্টারপ্রাইজ, এম বি রিফাত ইসলাম ও এম বি আমেনা মান্নান ।