এস.এম. সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পৌর বাজারের ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, বিসমিল্লাহ পোল্টি ও ফিস ফিড ব্যবসায়ী শহিদুল ইসলাম, জয়গুরু ভান্ডারের বিমল কৃষ্ণ রায়, কার্তিক ষ্টোরের কার্তিক দে, সাজু ভান্ডারের সমীর সাহা, ভাই ভাই ভান্ডারের বাসুদেব সাহা, গৌতম ষ্টোরের গৌতম সাহা, নাসির ষ্টোরের নাসির শেখ । এদেরকে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধ আইন ২০১০ অনুসারে ২১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
আগেরদিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান এসিলাহা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই ছাত্রের ৫ শ’ টাকা করে জরিমানা ও সাতদিন করে কারা কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এরা হল, কলেজ ছাত্র বিপ্রজিৎ সাহা(১৮) ও মোঃ সাব্বির হোসেনকে(২০)।