মিরসরাই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দিয়েছে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের বাংলাদেশ সমিতি শারজাহ বঙ্গবন্ধু হলে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। গণসংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক মহিউদ্দিন নশুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি। গণসংবর্ধনায় সমিতির পক্ষ থেকে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়েও সম্মাননা জানান নেতৃবৃন্দ।
গণসংবর্ধনায় বক্তব্য প্রদানকালে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, মিরসরাই সমিতির সদস্যদের ভালোবাসায় আমি মুগ্ধ, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। মিরসরাইবাসীর কল্যাণে এই সমিতি দীর্ঘসময় ধরে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের শ্রমে ঘামে অর্জিত অর্থ এই সমিতির প্রধান চালিকা শক্তি। আমি এই সমিতির সাথে অতীতেও ছিলাম, বর্তমানেও রয়েছি; ভবিষ্যতেও এই সমিতির সকল মানবিক কর্মকান্ডে পাশে থাকবো।
ভূঞাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ও চেক ফেরত দেয়ার কথা বলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপ-সহকারি...