জীবন আচার্য্য (যশোর থেকে) :
যশোর শহরের বারান্দীপাড়ার আলোচিত টগর হত্যাকান্ডের আসামি আয়ানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে তার ঘর সহ আশপাশের ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানাযায়, মাদক বিকিকিনিতে বাধা দেওয়ায় ৯ ফেব্রুয়ারি গভীর রাতে একই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭-৮ জনের একদল মাদক কারবারী টগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো করা হয়।শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন টগরের মৃত্যু হয়।নিহত টগর শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে।অাগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক অ্যাডভোকেট তারেক জানান, টগর হত্যা মামলার আসামি আয়ান তার একটি ঘরে ভাড়া থাকতেন। শনিবার ঢাকা থেকে লাশ নিয়ে এসে দাফনের পর রাত আনুমানিক ১২টার দিকে টগরের বন্ধুবান্ধব ও তার আত্মীয়-স্বজনরা হত্যাকারী আয়ানের থাকার ঘরে আগুন জ্বালিয়ে দেয়।এ সময়ে আগুনে মোট ছয়টি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় রাতেই পুলিশ দুজনকে আটক করে নিয়ে গেছে বলে তিনি জানান। যশোর ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুনুর রশিদ বলেন, শনিবার দিনগত রাত ১২ টার দিকে আগুন লাগার খবর আসে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এক ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন দেওয়া ছয়টি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
Post Views: 239
Like this:
Like Loading...
Related