রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে অগ্নিদগ্ধ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরহাট এলাকার ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর মুখ ও শরীর আগুনে পোড়া রয়েছে। এক হাত বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে গত বৃহ¯পতিবার দিবাগত রাতে তাকে হত্যার পর আগুন দিয়ে মুখমন্ডল ও শরীর পুড়িয়েছে দুর্বৃত্তরা। যাতে পরিচয় শনাক্ত করা না যায়। তাঁর বিচ্ছিন্ন হাত পাওয়া যায়নি। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, ওই নারীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে হবে। তাঁর মুখমন্ডল ও শরীর কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।