রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে পার্বতীপুর জামাতে মিছিল ও সমাবেশ
রুকুনুজ্জামান পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি:
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতেপার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় পার্বতীপুর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঢাকা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় পরে কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে মিছিল শেষ হয়। এসময় মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আনোয়র হোসেন ( দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী ),বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি গোলাম মুক্তাদী মুন্না, পৌর আমীর আশরাফুল আলম খন্দোকার, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বায়তুল মাল,সেক্রেটারি তৌহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান, শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি ওসমান আলী, উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা যুব বিভাগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর-৫ আসনের এমপি প্রত্যাশী জামায়াত নেতা মোঃ আনোয়র হোসেন তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দু-মুঠো খাবার জোগাড় করতেই তারা হিমশিম হয়ে পড়ছেন। এরমধ্যেই রমাদানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্র্বতীকালীন সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোশরেরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পণ্যের মুল্য বৃদ্ধি করতে ব্যস্ত রয়েছে।’
অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারেন সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।
স্বাগত মিছিল শেষে আরও বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, বেপর্দা, বেহায়াপনা, মিডিয়া, ফেসবুক, ইউটিউবে অশ্লীল ছবি প্রদর্শনে বন্ধ, পবিত্র সিয়াম সাধনার, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।