রাজীবপুর উপজেলা বিএনপির কর্মীসভা

রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপির  কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুর ২টায় রাজীবপুর সরকারী পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভার আয়োজন করা হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক  মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা বিএনপির ২নং যু্গ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব।
আরো বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, রাজীবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, উপস্থিত ছিলেন  রাজীবপুর উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, সদস্য সচিব মিরন মোহাম্মাদ ইলিয়াস।
উপজেলার প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মীসভায় অংশগ্রহণ করেন। কর্মী সভায় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
Exit mobile version