কিন্তু কিছু বুজতে পারি না। কারন আমার রাত 12 টার পর এতটাই ঘুম ধরে যে কখন কি হয় জানি না।
সকাল বেলায় উঠতেই পারি না ব্যথার কারনে?
তবে হাসিব আমাদের বাসায় এসেছে থেকে এমন হচ্ছে।
তবে কি হাসিব আমার সাথে রাতে ওই সব কাজ করে?
এই ভাবতেছে রুমি। কিন্তু কাউকে কিছুই বলতেছে না।
আর হাসিব কেই বা কি বলবে। সে তো আমার মামাতো ভাই হয়।
আর 1 বছরের ছোট?
তাকে এই সব বলা কি ঠিক হবে।
এই ভবতে ভাবতে?
হাসিব : আপু কেমন আছো?
রুমি : হ্যা ভালো আছি তুই কেমন আছিস?
হাসিব : হ্যা আমি ও ভালো আছি। কিন্তু তোমার শরির খারাপ নাকি এখনো শুয়ে আছো।
রুমি : না এমনি শুয়ে আছি।
রুমি কথা গুল গোপন রাখতেছে। বলতেছেনা কিছুই হাসিবের সামনে।
( চলেন পরিচয় দেই একটু আমার নাম রুমি কলেজে পরি ইন্টার সেকেন্ড ইয়ারে। যার কথা বললাম আমার মামাতো ভাই হাসিব। সে পরে ফাস্ট ইয়ারে। আমাদের বাসায় ঘুরতে এসেছে। )
হাসিব : আপু চলো ঘুরতে যাবো একটু।
রুমি : কোথাই যাবি ঘুরতে হ্যা। আমি যাইতে পারবোনা রে।
হাসিব : কেনো পারবা না শুনি কি হয়েছে তোমার ।
রুমি : এমনি আমি একটু অসুস্থ মনে হচ্ছে।
হাসিব : কি হয়েছে বলবে তো তুমি ।
রুমি : এই সব ছেলে দের বলা যায় না। আর তুই এখন যা তো পরে আসিস আমার রুমে।
হাসিব : ঠিক আছে আপু যাচ্ছি আমি ।
এই বলেই হাসিব যায়।
কিন্তু রুমির মনে এখনো ওই কথাই মনে হচ্ছে যে কেমন এমন করলো।
ভাবতেছে ভাবতেছে এমন সময় মনে পরলো।
হাসিব যে আমাকে প্রতিদিন আমার রুমে দুধ নিয়ে আসে আমাকে দেওয়ার জন্যে।
ওই কি কিছু মেশায় নাকি।
না আজ দেখবো কি হয় বলেই রুমি ফ্রেশ হয়েই সারা দিন শুয়ে থাকে রুমে।
রাত্রে খাওয়া দাওয়া শেষে আজো আবার হাসিব আসলো?
হাসিব : আপু আসবো রুমে।
রুমি : হুম আয়।
হাসিব : এই নাও দুধ টুকু খেয়ে নাও তোমার অনেক ভালো লাগবে।
রুমি : হুম রাখ পরে খাবো আমি
হাসিব : এখনি খেয়ে নাও না হলে ঠান্ডা হবে।
এইকথা বলে খুব জোর করে কিন্তু রুমি বলে পরে খাবে।
রুমি : এখানেই রেখে যা বলছি না আমি পরে খাবো?
হাসিব : ঠিক আছে খেয়ে নিও। বলেই চলে যায়।
যখনি হাসিব চলে যায়। এ ফাকেই আবার রুমি করে কি সব দুধ জানালা দিয়ে বাইরে ফেলাই দেয়।
আবার 20 মিনিট পর হাসিব আসে।
হাসিব : আপু খাইছো দুধ।
রুমি ; হ্যা রে খাইছি। ভিষন ঘুম পাচ্ছে। আমি এখন ঘুম যাবো তুই যা। শুয়ে পর।
একটু খুশি হয়েই বলতেছে
হাসিব : ঠিক আছে আপু। আমার ?
হাসিব চলে যাবার পর এখন সময় গনার পালা কারন হলো। আজ রুমি দেখবে রাত 12 টাই কে আসে।
অপেক্ষা করতে করতে যখনি 12 : 14 বাজে রুমির মনে হলো কেউ এসে রুমির উপর ঝা/পি?য়ে পরে।
কিন্তু কে এটা যখনি রুমের লাইট ওন করে দেখে যে __
চলবে…
গল্প :: #__জোর_করেই_বিয়ে
#পর্ব ( 1 )
রোমান্টিক লেখক